ঢাকা,শনিবার 2 December 2023, ১৭ অগ্রহায়ণ ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হব: আব্দুল হালিম

সংগ্রাম অনলাইন ডেস্ক: জামায়াত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন, বর্তমান সরকারকে পদত্যাগ করে অবশ্যই কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে।

বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি বার্ষিক উদ্বোধনী অধিবেশনের সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জামায়াত নেতা বলেন, ৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেয়ারটেকার সরকার গঠনে সমর্থন দিয়েছিলেন। বর্তমান সরকার তৎকালীন সরকারের বিরোধিতা করে তত্বাবধায়ক সরকার দাবি আদায় করে নির্বাচন করেছিল।

তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার একবারের বেশি ক্ষমতা থাকতে পারবে না ভেবে, জোর করে, ক্ষমতায় থাকার উদ্দেশ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করেছে।

তিনি বলেন, বর্তমান আন্দোলন-সংগ্রামে এটাই প্রতিফলিত হয়েছে যে, বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে অবশ্যই নির্বাচন দিতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন এই সরকার হাত থেকে দেশকে মুক্ত করতে, দেশকে রক্ষা করতে সমবেতভাবে আমরা আন্দোলন করি।

ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, সাংবাদিক নেতা আব্দুল হাই শিকদার, শাহ নেওয়াজ আলী, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, এম এ আব্দুলাহ, শহিদুল ইসলাম প্রমুখ।

সাংবাদিকদের এ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্যদের সম্মাননা প্রদান করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ