ঝিনাইদহে স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেল ভ্যান চালকের

সংগ্রাম অনলাইন ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক ভ্যান চালক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত ৯টার দিকে আজমপুর ইউনিয়নের মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মহেশপুর থানার ওসি শামীম উদ্দিন।
নিহত পলাশ হোসেন ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। ২৮ বছরের যুবক ভ্যান চালানোর পাশাপাশি কৃষিকাজও করতেন।
মহেশপুর থানার ওসি শামীম উদ্দিন জানান, সন্ধ্যায় পলাশের চাচাতো ভাই সুমনের কিশোর বয়সী ছোট ভাই পলাশের স্ত্রীকে ঝাপটে ধরে। পরে পলাশ বাড়ি ফিরলে তার স্ত্রী তাকে এ কথা জানান। এ ঘটনায় পলাশ তার চাচাতো ভাই সুমনের কাছে বিষয়টির প্রতিবাদ করতে গেলে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়।
“এক পর্যায়ে সুমন ছুরি দিয়ে পলাশের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পলাশ মারা যান। ঘটনার পর সুমন পালিয়ে যায়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠায়।
পালিয়ে যাওয়া সুমনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি শামীম।