ঢাকা,বৃহস্পতিবার 28 September 2023, ১৩ আশ্বিন ১৪৩০,১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

১৯ মে সৌদিতে আরব শীর্ষ সম্মেলন

সংগ্রাম অনলাইন ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে আরব শীর্ষ সম্মেলন। আগামী ১৯ মে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

রোববারের ওই বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ও আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গাইতের মধ্যে আলোচনার পর শীর্ষ সম্মেলন আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়।

তবে সৌদি আরব এখনো শীর্ষ সম্মেলনের তারিখ নিশ্চিত করেনি।

আনাদোলুর তথ্য অনুসারে, গত ৭৭ বছরের মধ্যে সৌদি আরব ৫০তম বারের মতো তাদের দেশে এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।

আরব লিগের প্রথম সম্মেলন ১৯৪৬ সালে মিসরে অনুষ্ঠিত হয় এবং এর শেষ সম্মেলন ২০২২ সালের নভেম্বর মাসে আলজেরিয়াতে অনুষ্ঠিত হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

অনলাইন আপডেট

আর্কাইভ