বুধবার ২৯ মার্চ ২০২৩
Online Edition

ভূরুঙ্গামারীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : বিভিন্ন খেলায় বিজয়ীদের সাথে অতিথিবৃন্দ 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : ভূরুঙ্গামারীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এথলেটিকস প্রতিযোগিতা উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসি নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার সার্টিফিকেট তুলে দেয়া হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ