ঢাকা, বুধবার 29 March 2023, ১৫ চৈত্র ১৪২৯, ৬ রমযান ১৪৪৪ হিজরী
Online Edition

অধিনায়কত্ব পেয়ে কতটা রোমাঞ্চিত লিটন ?

সংগ্রাম অনলাইন ডেস্ক: আগেও একবার দেশের হয়ে অধিনায়কত্বের ভার সামলেছেন লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে হুট করে মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরিতে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন তিনি।

দেশের সেরা ব্যাটারের কাঁধে এবার পড়েছে বড় এক দায়িত্ব। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অধিনায়ক তিনি।  

প্রথম সংবাদ সম্মেলনে এসে লিটন কথা বলেছেন তার অধিনায়কত্ব নিয়ে। সমালোচনার চূড়ায় থাকা ক্রিকেটার নিজেকে বদলেছেন সময়ের সঙ্গে। এখন তিনি দলের সেরা ব্যাটার হিসেবে বিবেচিত হন। এবার পেলেন অধিনায়কত্বও, কেমন লাগছে? লিটন জবাবে বললেন, ‘অনেক, অনেক। ’  

তিনি বলেন, ‘এত বড় সিরিজে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ। আমি রোমাঞ্চিত। চেষ্টা করব আমার সামর্থ্য দেখানোর। সাধারণ খেলোয়াড় হিসেবে খেলার সময়ও দায়িত্ব থাকে। অধিনায়ক হিসেবে দলকে পথ দেখানোর বাড়তি দায়িত্ব থাকে। এর চেয়ে বেশি কিছু না। ’

নেতৃত্ব পাওয়ার পর কী দলের কারো সঙ্গে কথা হয়েছে? জবাবে লিটন বলেন, ‘গত ২-৩ দিন ধরে তো অনুশীলন করছি। সাধারণত যেসব কথাবার্তা হয় এসবই হয়েছে। বাড়তি কোনো কথাবার্তা হয়নি। ’

আগে করা অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, ‘প্রথম যে দুই অধিনায়কত্বের কথা বললেন ওই সময় কিছুই জানতাম না, হুট করে অধিনায়ক হয়ে গেছি। ওটাতে কিছু করারও ছিল না। এবার আমিও খবর পেয়েছি গতকাল। দলের সাথে ১০ দিন কাজ করার সুযোগ আছে। দলের কাছ থেকে ভালো ফিডব্যাক আশা করছি। ’ 

‘আমার জন্য এটা অনেক রোমাঞ্চকর। প্রথমবার এমন দায়িত্ব পেলাম। প্রত্যেক খেলোয়াড়েরই বাংলাদেশ দলের হয়ে খেলার স্বপ্ন থাকে। তার থেকেও বড় স্বপ্ন দলকে নেতৃত্ব দেওয়া। প্রত্যেক খেলোয়াড়ের কাছেই অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার দিন সবচেয়ে বড়। ’

অনলাইন আপডেট

আর্কাইভ