বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩
Online Edition

নোয়াখালীর চাঞ্চল্যকর ছাত্রী হত্যায় ৪ জন গ্রেফতার

নোয়াখালী সংবাদদাতা : ২৩ নোয়াখালী শহরের স্কুল ছাত্রী নিজের গৃহে খুনের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। স্থানীয় জনগণ এ ঘটনায় ব্যাপক প্রতিবাদের অংশ হিসেবে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিশাল মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশর আয়োজন করে। 

নোয়াখালী শহরের লক্ষী নারায়ণপুর গ্রামের, জাহান মনজিল এ, নোয়াখালী সরকারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া হোসেন আদিতা১৪ কে ধর্ষণের পর গলা ওহাত কেটে হত্যাকরে রূমের বাইরে তালা মেরে চলে যায়।রাতে তার মা রাজিয়া সুলতানা রুবি বাইরে থেকে এসে ঘরের দরজা বন্ধ দেখে, জানালা দিয়ে উঁকি দিয়ে মেয়ের গলা কাটা লাশ দেখে শোর চিৎকার দিলে পাড়ার লোকজন সবাই হাজির হয়,পুলিশকে খবর দিলে সদর সার্কেল এ এস পি আকরামুলহক ঘটনা স্থলে গিয়ে লাশ ও খুনের আলামতের কাজে একাধিক সংস্থা তৎপরতা শুরু করে। নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম আজকে প্রেস ব্রিফিং জানান এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তার সাবেক কোচিং সেন্টার এর শিক্ষক আবদুর রাহিম রণি,২৫,ইসরাফিল ১৪ ও তার ভাই সাইদ ২০ কে গ্রেফতার করেছে ও খুনের আলামতের অংশ হিসেবে ব্যবহৃত ছোরা উদ্ধার করেছে,রনির গায়ে নোখের আচড় এর আলামত পাওয়া গেছে। এ ঘটনা র প্রতিবাদে সচেতন নাগরিকদের ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিশাল মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। পুলিশ সুপার জানান ঘটনা ঘটেছে গতকাল ১২ টা থেকে ২ টার মধ্যে, এসময় তার মা শিক্ষকতার জন্য বাইরে ছিল। এতিম মেয়ের আর এক বোন সে পঙ্গু  ঢাকা লেখা পডায় থাকে, মা স্কুলে গেলে  সে গৃহে একাকী থাকে। আরএ সুযোগ কাজে লাগিয়ে তাকে নির্মম ভাবে হত্যাকরে।

অনলাইন আপডেট

আর্কাইভ