মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩
Online Edition

চাকরি জাতীয়করণের দাবিতে নওগাঁয় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সংবাদ সম্মেলন

নওগাঁ সংবাদদাতা : এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, শতকরা ৫০ ভাগ মহার্ঘ ভাতা, শতভাগ উৎসব ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে নওগাঁয় সংবাদ সম্মেলন করেছে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা। 

শুক্রবার ১১টায় শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও নওগাঁ জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান। 

এ সময় বাশিস জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব গোলাম সারোয়ার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুন নূর, শিক্ষক নেতা এরফান আলী, শফিউল্ল্যাহ সোনার, আমিনুল ইসলাম প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ