বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩
Online Edition

পাকিস্তানে আগাম নির্বাচন হতে পারে

সংগ্রাম ডেস্ক: চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণে পাকিস্তানের আগাম সাধারণ নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে বলে জল্পনা কল্পনা শুরু হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ক্ষমতাসীন জোট এবং বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সাধারণ নির্বাচন নিয়ে আলোচনায় বসার কথা চলছে। গণমাধ্যমের কাছে এমনটাই ইঙ্গিত করা হচ্ছে। 

পাকিস্তানের গণমাধ্যম এরি নিউজ বলছে, তাদের আলোচনায় নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। লক্ষ্য করার বিষয় হলো, পাকিস্তান যতই অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে,পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জনপ্রিয়তা ততই বাড়ছে। এটাকে এখনই থামিয়ে দিতে আগাম সাধারণ নির্বাচনের কথা ভাবা হচ্ছে বলে বার্তা সংস্থাটি উল্লেখ করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সম্প্রতি বলেছেন, ‘জোট শরিকদের সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে। ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।’ লাহোরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই মন্তব্য করার পরই অক্টোবরে ভোট হওয়া নিয়ে জল্পনা-কল্পনার কথা ছড়িয়ে পড়ে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন জোট ও বিরোধী দলের মধ্যে এই আলোচনার আয়োজন করছে সরকারই। এই আয়োজন পাঞ্জাব উপ-নির্বাচনের পরই। পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের ২০ আসনে উপনির্বাচন হয় গত ১৭ জুলাই। এই উপনির্বাচনে ১৫টি আসনে জয়লাভ করে ইমরান খানের পিটিআই।  দ্য ওয়াশিংটন পোস্ট বলেছে, পাঞ্জাবের উপনির্বাচনে ইমরানের দলের এই বিজয় দেশটির ক্ষমতাসীন জোটের জন্য একটা বড় রাজনৈতিক ধাক্কা। অন্যদিকে এই জয় ইমরানকে আবার ক্ষমতায় আসার লড়াইয়ে সুবিধা দেবে।

এর আগে ইমরান খান দাবি করেছেন, এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে একজন নিরপেক্ষ প্রধান নির্বাচন কমিশনারের অধীনে। তিনি বলেছেন, ‘পছন্দ’ করা সরকার জনগণের উপর পরিকল্পিভাবে আরোপ করা হয়েছে। তিনি বলেন, এজন্য দ্রুতই দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নতুবা সেটা হবে গণতন্ত্রের প্রতি চরম একটা আঘাত।

অনলাইন আপডেট

আর্কাইভ