পবিত্র আশুরা ৯ আগস্ট
প্রকাশিত: শনিবার ৩০ জুলাই ২০২২ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের আকাশে গতকাল শুক্রবার কোথাও ১৪৪৪ হিজরী সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আজ শনিবার পবিত্র যিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল রোববার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। আগামী ৯ আগস্ট মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার।