বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরির সুযোগ, বেতন দুই লক্ষাধিক

সংগ্রাম অনলাইন ডেস্ক: সম্প্রতি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি শূন্যপদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে জনবল নিয়োগ দেবে। শুধু বাংলাদেশিরাই এতে আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: লজিস্টিকস অফিসার (অপারেশনস)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রোডাকশন/ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্টসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে তিন বছর মানবাধিকার সংস্থায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
তবে চট্টগ্রামের ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ১২ মাসের চুক্তি
কর্মস্থল: কক্সবাজার
বেতন: ২ লাখ ৭ হাজার ২৫৩ টাকা
যেভাবে আবেদন করবেন: ডব্লিউএফপির ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের লিংকে গিয়ে আবেদনের বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাইয়ে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২২।
বিশ্ব খাদ্য কর্মসূচি জাতিসংঘের খাদ্য সহায়তাসংক্রান্ত একটি শাখা। এটি ক্ষুধা ও খাদ্যনিরাপত্তার সঙ্গে জড়িত বিশ্বের বৃহত্তম একটি সংস্থা। বিশ্ব খাদ্য কর্মসূচির নিজস্ব তথ্যমতে, সংস্থাটি প্রতিবছর ৭৫টি দেশে ৮ কোটি লোককে খাদ্য সহায়তা করে। সংস্থাটির সদর দপ্তর রোমে। সারা বিশ্বে এর ৮০টিরও বেশি শাখা আছে।