বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩
Online Edition

পিটিয়ে মায়ের পা ভাঙলো ছেলে

ঠাকুরগাঁও সংবাদদাতা : মায়ের জমি জবর দখল করতে গিয়ে মা’কেই পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে পুরোহিত ছেলে।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের পাইকপাড়া এলাকায়। এ ঘটনায় আহত মা শান্তি চক্রবর্তী বাদী হয়ে গত সোমবার সন্ধ্যায় ছেলে মনি চক্রবর্তীসহ ৫ জনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা যায়, গত ৮ বছর আগে শান্তি চক্রবর্তীর ছেলে কেশব চক্রবর্তী তার পৈত্রিক সম্পত্তির সাড়ে তিন বিঘা জমি মায়ের নামে দানপত্র করে দেন। সম্প্রতি জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বড় ছেলে মনি চক্রবর্তী ও সৎ ছেলে বিনয় চক্রবর্তীর সাথে তাদের মায়ের ঝগড়া-বিবাদ ঘটে। এ অবস্থায় গত ১৬ নভেম্বর দুপুরে সেই জমি জবর দখলে নেওয়ার উদ্দেশ্যে জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে যায় তারা। ঘটনা জানতে পেরে মা শান্তি চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ করলে তার বড় ছেলে মনি চক্রবর্তী ও তার স্ত্রী বন্দনা চক্রবর্তী, সৎ ছেলে বিনয় চক্রবর্তী, বিনয় চক্রবর্তীর ছেলে উৎসব চক্রবর্তী ও স্ত্রী চঞ্চলা চক্রবর্তী লাঠিসোটা নিয়ে তাকে বেধড়ক পেটাতে থাকে। এক পর্যায়ে তাদের মারপিটে পা ভেঙ্গে মাটিতে পড়ে যান শান্তি চক্রবর্তী। এসময় তার চিৎকারে অপর ছেলে লক্ষণ চক্রবর্তী ও তার স্ত্রীসহ  স্থানীয়রা শান্তি চক্রবর্তীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অনলাইন আপডেট

আর্কাইভ