ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম জয় দক্ষিণ আফ্রিকার

রফিকুল ইসলাম মিঞা : টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার শুরুটা ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল দলটি। গতকাল দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। ফলে টানা দুই ম্যাচেই হারল বিশ্বচ্যাম্পিয়নরা। আর প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও গতকাল প্রথম জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল দলটি। গতকাল আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে করে ১৪৩ রান। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট ছিল ১৪৪ রান। জয়ের জন্য ১৪৪ রানের টার্গেটটা সহজই ছিল। ফলে মাত্র ২ উইকেটে ১৮.২ ওভারে ১৪৪ রান করে ১০ বল আগেই ৮ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এনরিচ নর্টজে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। গতকাল ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভালো করার চেস্টা করেছে দলটি। কিন্তু প্রথম ওভারেই অধিনায়ক টেম্বা বাভুমা রান আউট হন মাত্র ২ রান করে। তবে ৪ রানে অধিনায়ক আউট হলেও সেই ধাক্কা দলে লাগতে দেননি রিজা হেনড্রিক্স ও রাসি ফন ডার ডুসেন। ৩০ বলে ৩৯ রান করে হেনড্রিক্স যখন প্যাভিলিয়নে ফেরেন তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ৬১ রান। ৫৭ রানের এই জুটি ভাঙার পর মাঠে নেমেই ঝড় তোলেন এইডেন মার্করাম। ফলে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯১ রান করে দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রামের ঝড়ো হাফসেঞ্চুরির সঙ্গে রাসি ফন ডের ডুসেন ও রিজা হেনড্রিকসের চমৎকার ব্যাটিংয়ে এসেছে সহজ জয়। মারক্রাম ২৬ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় অপরাজিত থাকেন ৫১ রানে, অন্যদিকে ফন ডের ডুসেন ৫১ বলে ৩ বাউন্ডারিতে ম্যাচ শেষ করেন অপরাজিত ৪৩ রানে। এরআগে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। আর প্রথমে ব্যাটিং সুযোগ পেয়েও বড় স্কোর গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে ১৪৩ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার লিন্ডল সিমন্স শুরুতেই নেমে ৩৫ বল খেলে মাত্র ১৬ রান করে আউট হয়েছেন। তবে একপ্রান্ত থেকে দ্রুত রান তুলছিলেন অপর ওপেনার এভিন লুইস। দুজনের ৭৩ রানের ওপেনিং জুটিতে সিমন্সের অবদান ২৮ বলে ১৩। লুইস ৩৫ বলে ৩টি চার ৬টি ছয়ে ৫৬ রান করে ফিরলে নটআউট ছিলেন সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ১৬ রান করতে খেয়েছেন ৩৫ বল। তবে ব্যর্থ হয়েছেন আন্দ্রে রাসেল ৫, ক্রিস গেইল ১২, শিমরন হেটমায়াররা ১ রান করে আউট হয়ে। শেষ দিকে অধিনায়ক কাইরন পোলার্ডই যা একটু দাঁড়াতে পেরেছেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৩ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। পোলার্ড ২০ বলে দুই চার এক ছয়ে ২৬ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস। বাঁহাতি স্পিনার কেশভ মহারাজের শিকার ২ উইকেট। উইকেট মাত্র ১টি পেলেও কিপটে বোলিংয়ে ৪ ওভারে ১৪ রানের বেশি দেননি এনরিচ নর্টজে।