শুক্রবার ২০ মে ২০২২
Online Edition

সংক্ষিপ্ত সংবাদ

ভিত্তিপ্রস্তর স্থাপন

কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটের দায়েম ছাতি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৮৫ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনটি ৪ তলা ফাউন্ডেশনে ১ তলার কাজ সম্পন্ন করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান ও দায়েম ছাতি উচ্চ বিদ্যালয় সভাপতি সামছু উদ্দিন কালু।

চেক বিতরণ

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরা তালায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৪ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে চিকিৎসার জন্য চেক হস্তান্তর করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

চেক হন্তান্তর সভা

বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি: এর গ্রাহক মরহুম আবদুল মালেক এর মৃত্যু দাবির চেক জমাকৃত ৩,০০,০০০/- প্রিমিয়াম ১০,৩১,১১২ টাকার চেক হস্তান্তর সভা (২০২১) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাঁশখালী পৌরসভাস্থ গ্রীণ কনভেনশন হল রুমে, কোম্পানীর এস ভি পি প্রফেসর জাকের আহমদ সভাপতিত্বে, কোম্পানীর আর,সি আজগর হোসাইন  সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীপ কনসালটেন্ট রহিম উদ্দৌল্লা চৌধুরী।

কাজের উদ্বোধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রসুনচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। সোমবার দুপুরে এলজিইডির তত্ত্বাবধানে ২ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে এই তিনটি নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, সরকার শিক্ষায় যুগোপযোগী পরিবর্তন নিয়ে এসেছে। পাশাপাশি শিক্ষা অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।

সার ও বীজ বিতরণ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২১ সেপ্টেম্বর মঙ্গল বেলা ১২ দিকে উপজেলা চত্বরে কৃষি দপ্তরের সামনে উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল এর সভাপতিত্বে উপজেলার ৬শ’ ৩০ জন কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ  রাব্বুল হোসেন।

মতবিনিময় সভা

রংপুর অফিস: “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের” আওতায় সাংবাদিকদের নিয়ে শব্দ দূষণ সচেতনতামূলক এক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা গত সোমবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার  জাকির হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং ”শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের” প্রকল্প পরিচালক মোহাম্মদ হুমায়ন কবির। এতে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক মেজবাহুল আলম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু, সাংবাদিক মেরীনা লাভলী প্রমুখ।

বীজ ও সার বিতরণ 

বাগাতিপাড়া (নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় ১০০ জন কৃষকের মাঝে "বারি মাস-৩" জাতের মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ভবনের সামনে এই বীজ ও সার বিতরণ করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ