সাদমানের ফিফটি তবে সেঞ্চুরি মিস শান্তর
স্পোর্টস রিপোর্টার : হাইপারফরম্যান্স দলের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচে মাত্র চার রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি এ দলের হয়ে মাঠে নামা শান্ত। তবে ফিফটি করেছেন সাদমান। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে দারুণ করেছে ‘এ’ দল। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান করে ‘এ’ দল। ইরফান শুক্কুর ২৮ ও মুনিম শাহরিয়ার ১৫ রানে অপরাজিত আছেন। সর্বোচ্চ ৯৬ রান করেন জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান শান্ত। ২০৩ বল ও ৩০২ মিনিটের ইনিংসটিতে চারের মার ছিল ৮টি ও ছয়ের মার ছিল ৩টি। জাতীয় দলের আরেক ওপেনার সাদমান থামেন হাফসেঞ্চুরি করে। ১৩৩ বলে ৮টি চারের মারে ৫৮ রান করেন সাদমান। তিনি হাসান মুরাদের বলে মাহমুদুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ২৪ রানে প্রথম উইকেট হারায় ‘এ’ দল। তবে সাদমান-শান্তর জুটিতে প্রতিরোধ গড়ে দলটি। দুজনের জুটি থেকে আসে ১২৩ রান। শান্ত-সাদমান রান পেলেও ইনিংস বড় করতে পারেননি ওপেনার সাইফ হাসান ও মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী। দুজনেই ক্রিজে থিতু হয়ে ফেরেন সাজঘরে। ১৯ বলে ১৫ রান করেন সুমন আর ৩৬ বলে ২১ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে। এইচপির হয়ে একটি করে উইকেট নেন মাহমুদুল হাসান, সুমন খান, রেজাউর রহমান ও হাসান মুরাদ।