আশুলিয়ায় স্ত্রীকে ‘হত্যার পর আত্মহত্যার চেষ্টা’ স্বামীর
স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পুলিশ জানিয়েছে। আশুলিয়া থানার এসআই হাসিব সিকদার জানান, গতকাল সোমবার ভোরে নয়ারহাট এলাকায় এই নারী খুন হন। নিহত রেবা বেগম (৪০) ঝালকাঠির কাঁঠালিয়া থানার আমুয়া এলাকার আব্দুর রশিদ মোল্লার মেয়ে। নয়ারহাট এলাকায় সাইদুল ইসলামের বাড়িতে ভাড়া বাসায় স্বামী সাব্বির আলীর (৪৫) সঙ্গে থাকতেন তিনি। সাব্বির সিকিউরিটি গার্ডের চাকরি করেন। নিহত রেবা তার দ্বিতীয় স্ত্রী।
এসআই হাসিব প্রতিবেশীদের বরাত দিয়ে বলেন, দুই স্ত্রীকে নিয়ে অভাব-অনটনে ছিল এই পরিবার। তাদের মধ্যে প্রায়ই কলহ হত। রোববার রাতে তাদের হাতাহাতি হয়। ভোরে সাব্বির বঁটি দিয়ে রেবাকে কুপিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা দুইজনকেই আশুলিয়ায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রেবাকে মৃত ঘোষণা করেন। সাব্বিরকে ওই হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান এসআই হাসিব। তিনি বলেন, সাব্বিরকে আটক দেখিয়ে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিহত রেবার ভাই বিল্লাল মোল্লা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দিয়েছেন। তার আগে সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান এসআই হাসিব।