কোহলিকে নামিয়ে সিংহাসনে বসলেন বাবর
স্পোর্টস ডেস্ক : শেষ হলো ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির এক দিনের ম্যাচে ১৩৫৮ দিনের রাজত্ব। এই ফরম্যাটের ব্যাটিং রাজাকে সিংহসন থেকে নামিয়ে রাজার মুকুট মাথায় নিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবরই এখন বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান। প্রায় সমান্তরালে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কোহলি তিন ম্যাচে করেছিলেন ১২৯ রান। পাননি সেঞ্চুরি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে বাবর ছিলেন ফর্মের তুঙ্গে। পাকিস্তানি এই ব্যাটসম্যান পুরো সিরিজে করেছেন ২২৮ রান। ৭৬ গড়ে রান তুলে তিনি টপকে গেছেন কোহলিকে। কোহলির সাথে তুলনা বাবরের পছন্দ না হলেও ভারত-পাকিস্তান ক্রিকেটীয় আবেগে তা চলেই আসে। এই মুহূর্তে এক নম্বরে থাকা বাবরের রেটিং পয়েন্ট ৮৬৫। অন্যদিকে কোহলি আট পয়েন্ট পিছিয়ে ৮৫৭তে আছেন। তিনে আছেন হিটম্যান রোহিত শর্মা (৮২৫)। চারে নিউজিল্যান্ডের রস টেলর (৮০১ পয়েন্ট)। পাঁচে অ্যারন ফিঞ্চ (৭৯১)। তিন দিন আগেই দক্ষিণ আফ্রিকাকে প্রথম টি-২০ ম্যাচে হারিয়েছিল পাকিস্তান। ওই দিনেও রেকর্ড গড়েছেন বাবর আজম। নিজের দেশের দ্রুততম ও বিশ্বের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করেছেন তিনি। সেখানেও তিনি টপকে গেছেন বিরাট কোহলিকে।