দুপুরে ভারত থেকে আসছে করোনার ৩৫ লাখ টিকা
আপডেট: ২১ জানুয়ারি ২০২১ - ১৪:৪৯ | প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১ - ১১:১৪

সংগ্রাম অনলাইন ডেস্ক: ভারতের মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) করোনা ভাইরাসের টিকা ঢাকায় আসছে।
দুপুর দেড়টায় এয়ার ভারতের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে ৩৫ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’। এর মধ্যে ২০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠাচ্ছে ভারত আর বাকি ১৫ লাখ বাংলাদেশের কেনা।
বাংলাদেশ সরকারের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় ভারতীয় হাইকমিশনারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ডিএস/এএইচ