বুধবার ২৯ মার্চ ২০২৩
Online Edition

সিলেটের বটেশ্বরে এক ব্যক্তির লাশ উদ্ধার

সিলেট ব্যুরো : সিলেট শহরতলির শাহপরাণ থেকে পবিত্র ঘোষ (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার শাহপরাণ থানাধীন বটেশ্বর গইলা এলাকার একটি বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী।
পারিবারিক কলহের জেরে পবিত্র ঘোষ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। পবিত্র ঘোষ সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত খোকা ঘোষের ছেলে।
তিনি বটেশ্বর গইলা এলাকার একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পবিত্র ঘোষ ও তার স্ত্রী সুচন্দ্রা ঘোষের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে পবিত্র ঘোষ একটি কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দেন। এর ৩০-৪০ মিনিট পর কোনো সাড়া শব্দ না পেয়ে রুমে গিয়ে দেখা যায় সিলিং ফ্যানের সাথে লুঙ্গি পেঁচানো অবস্থায় পবিত্র ঘোষের লাশ ঝুলছে।  
খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

অনলাইন আপডেট

আর্কাইভ