বুধবার ২৯ মার্চ ২০২৩
Online Edition

গাজীপুরে সহকর্মীকে বাঁশের খুঁটিতে বেঁধে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ ॥ গ্রেফতার ৩

গাজীপুর সংবাদদাতা ঃ গাজীপুরের কাশিমপুরে কয়েকদিনের ব্যবধানে আবারো গণধর্ষণের ঘটনা ঘটেছে। এবার কারখানা থেকে বাসায় যাওয়ার পথে তুলে নিয়ে বাঁশের খুটিতে সহকর্মীকে বেঁধে মারধর করে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ করেছে কয়েক যুবক। এ ঘটনার প্রতিবাদে ও ধর্ষণকারীদের শাস্তির দাবী জানিয়ে বৃহষ্পতিবার সকালে থানার সামনে বিক্ষোভ করেছে ওই পোশাক কর্মীর সহকর্মীরা। পুলিশ এ ঘটনায় এক সিকিউরিটি গার্ডসহ ৫ জনকে আটক করেছে। এছাড়াও অপর দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। আটককৃত ৩ জন হলো- গাজীপুর সিটি কপোর্রেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার আলী হোসেনের ছেলে শাহাদত হোসেন (৩২), ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোবরকুড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে আমিনুল ইসলাম (২৮), বগুড়া জেলার আদমদিঘী থানা এলাকার আলীম হোসেনের ছেলে বায়োজিদ হোসেন (২৫)। গ্রেফতারকৃত বায়েজিদ সারদাগঞ্জ এলাকার ৬৫বিঘা হাউজিংয়ের সিকিউরিটি গার্ড।

অনলাইন আপডেট

আর্কাইভ