বুধবার ২৯ মার্চ ২০২৩
Online Edition

বগুড়ায় জীপ থেকে দেড় মণ গাঁজাসহ গ্রেফতার ৩

বগুড়া অফিসঃ বগুড়ার আদমদিঘিতে জিপ গাড়ি থেকে দেড়মণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে বগুড়া-নওগাঁ সড়কে আদমদিঘি থানা বাস স্ট্যান্ড এলাকায় থেকে জিপগাড়িটি আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কুড়িগ্রামের আলমগীর (২৮), টাঙ্গাইলের আব্দুর রহিম (৩০)এবং বরিশালের রিপন মিয়া ( ৫২)।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বলেন, নারায়ণগঞ্জ থেকে গাঁজা বহনকারী একটি জিপ (ঢাকা মেট্রো ঘ- ১১- ৩৩৫৬) নওগাঁর বদলগাছি যাচ্ছে এমন সংবাদ আসে জেলা পুলিশের কাছে। এরপর পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা’র নির্দেশনায় আদমদিঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কেএম এরশাদের নেতৃত্বে পুলিশের একটি দল আদমদিঘি থানা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। বেলা ১২ টার দিকে জিপটি নওগাঁর দিকে যাওয়ার সময় পুলিশ আটক করে। পরে তল্লাশী চালিয়ে দেড় মন গাঁজা পাওয়া যায়। পরে জিপটিসহ তিনজনকে আটক করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ