বুধবার ২৯ মার্চ ২০২৩
Online Edition

আগৈলঝাড়ায় কিশোর গ্যাং-এর ৬ সদস্য গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এক যুবকের গলা কেটে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় কিশোর গ্যাং এর ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করেছে পুলিশ তাদের ব্যবহৃত দুটি মোটর সাইকেল। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের মনমথ বৈষ্ণবের ছেলে নয়ন বৈষ্ণব (২০) শনিবার রাতে কোদালধোয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে ওই বাজারের পশ্চিম পাশে মঙ্গল ওঝার পান বরজের পাশ দিয়ে যাবার সময়ে একদল কিশোর তার পথ রোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে গলা পোচিয়ে একটি এনড্রয়েট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। এ ঘটনায় হাসপাতালে ভর্তি আহত নয়নের বাবা মনমথ বৈষ্ণব বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন, নং-১১(২৫.১০.২০)। পুলিশ শনিবার রাতেই অভিযান চালিয়ে বড়মগড়া এলাকা থেকে অভিযুক্ত কিশোর গ্যাং এর ছয় জনকে গ্রেফতার করে রোববার সকালে আদালতে প্রেরণ করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ