বাগমারায় বন্যার পর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
বাগমারা (রাজশাহী) সংবাদদাত: রাজশাহীর বাগমারায় বন্যার পানি নেমে গেলেও নিম্নচাপের কারণে আবারো গত ৩ দিনে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১৫-২০ দিনের ব্যবধানে বন্যাকবলিত এলাকার মানুষ বাড়ি ফিরতে পারলেও বসতি বাড়িতে দুর্ভোগ বেড়েছে। অনেকের ঘর-বাড়ি ভেঙ্গে পড়ায় প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্ত পারিবারে মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ১৭ হাজার ৫৯০ হেক্টর জমিতে রোপা আউশ ও ৮৪০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এর মধ্যে বন্যায় ছয় হাজার ৬৯১ হেক্টর জমির রোপা আউশ ও ৩২১ হেক্টর জমির রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে। এদিকে আবারো নিম্নচাপের একটানা টিপটিপানি বৃষ্টিতে লোক জন ঘরের বাইরে যেতে পারছেন না। বৃষ্টির কারণে স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। খেটে খাওয়া মানুষ শ্রমিক, ভ্যান, রিক্সাচালকরা ঘরের বাইরে যেতে না পেরে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। বালানগর গ্রামের কৃষক আব্দুল মান্নান জানান, অতিরিক্ত বৃষ্টিতে তার চাষকৃত ৫ মণ পেঁয়াজ বীজের ক্ষতি সম্মুখীন হয়েছেন তিনি। বৃষ্টি না থামলে এতে তার সব মিলে ১ লক্ষ টাকা ক্ষতি হবে।