বঙ্গবন্ধু হ্যারিটেজ ঘোষণায় এগিয়ে যাচ্ছে হালদা নদী

একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : দেশে প্রথমবারের মতো গত শনিবার (২৪ অক্টোবর) পালিত হলো আন্তর্জাতিক স্বাদু পানির ডলফিন দিবস। স্বাদু পানির ডলফিন রক্ষায় বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামে দিবসটি পালন করা হয়। চট্টগ্রামের হাটহাজারীতে দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, স্বাদু পানিতে মৎস্য প্রজনন ও ডলফিনের অভয়াশ্রম দক্ষিণ এশিয়া বিখ্যাত হালদাকে বঙ্গবন্ধু হ্যারিটেজ ঘোষণায় এগিয়ে যাচ্ছে।দিবসের প্রতিপাদ্য বিষয় ‘আসুন ডলফিন সংরক্ষণে সহযোগিতা করি, জলজ পরিবেশের সুস্বাস্থ্য নিশ্চিত করি’। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের উদ্যোগে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড়ে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে চট্টগ্রামে এবারই প্রথম দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ড. শহীদুল্লাহ একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, দক্ষিণ এশিয়া বিখ্যাত হালদার ঐতিহ্য রক্ষায় হালদা পাড়ের জনসাধারণই যথেষ্ঠ।জনসাধারণ চাইলে হালদায় অবৈধভাবে কেউ জাল ফেলতে পারবেনা, বালু উত্তোলন করতে পারবেনা,ডলফিন হত্যা করতে পারবেনা। তিনি বলেন, গত এক বছর হালদা পাড়ের জনসাধারণের সচেতনতার কারণে এবছর হালদায় ডিম বেশি ডিম পাওয়া গেছে। মিঠা পানিতে প্রাকৃতিক মৎস্য প্রজননের এ হালদায় মা মাছ ও ডলফিন রক্ষায় প্রস্তাবিত নৌ থানা স্থাপনের প্রক্রিয়া চলছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া।
গাঙ্গেয় ডলফিন শান্ত স্বভাবের বুদ্ধিমত্তা সম্পন্ন জলজ স্তন্যপায়ী প্রাণী। বাংলাদেশের পদ্মা, সুন্দরবনের আশেপাশে নদী এবং চট্টগ্রামের হালদা, কর্ণফুলী ও সাঙ্ধসঢ়;গু নদী এদের বিচরণ ক্ষেত্র। ডলফিন দিবস সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, ‘হালদা নদী অতি বিপন্ন জলজ স্তন্যপায়ী প্রাণী শুশুক
বা ডলফিনের আদর্শ ও নিরাপদ আবাস। শুশুক বা ডলফিন আইইউসিএন- এর রেড লিস্ট অনুযায়ী বিপন্ন তালিকার জলজ স্তন্যপায়ী প্রাণী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি ২০১৭ সাল থেকে হালদা নদীর ডলফিন সংরক্ষণে কাজ করে আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি ২০১৮ সালে একটি গবেষণা সার্ভে করে। এ সার্ভেতে হালদায় মোট ১৬৬টি ডলফিনের অস্তিত্ব লক্ষ্য করা যায়। প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, ২০১৭ সেপ্টেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত হালদায় মোট ২৮টি ডলফিনের মৃত্যু
হয়েছে। অবৈধ বালু উত্তোলন, বড় নৌযান ও ড্রেজারের আঘাত, জেলেদের জালে আটকাপড়া, নদী দূষণ এবং খাদ্যাভাবে হালদা নদীতে ডলফিনের মৃত্যু হচ্ছে। চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল। রাউজান উপজেলা দুর্যোগ ব্যবস্থপনা কর্মকর্তা নিয়াজ মোরশেদ
এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে গবেষণামূলক বক্তব্য রাখেন ইসাবেলা ফাউন্ডেশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আনিসুজ্জামান খান।