জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
জামালপুর সংবাদদাতা : মুজিব বর্ষের শপদ, সড়ক করবো নিরাপদ- এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে ৪র্থ জাতীয় নিরাপদ সড়ক বিদস-২০২০ পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন সকরা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সীমা রানী সরকার , পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মণি, জামালপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান ও সমাজ সেবক সৈয়দ আতিকুর রহমান ছানা।