মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩
Online Edition

সেনা ও র‌্যাব অভিযানে খাগড়াছড়িতে বিপুল পরিমাণ গাঁজার গাছ ধ্বংস ॥ আটক ১

চট্টগ্রাম ব্যুরো : পার্বত্য খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানাধীন দুর্গম হাতিয়াছড়া পাহাড়ী এলাকায় সেনাবাহিনী ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজার গাছ ধ্বংস ও একজন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

সূত্রের খবর, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, পার্বত্য খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানাধীন দূর্গম হাতিয়াছড়া পাহাড়ী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজার গাছ চাষ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর  দুপুরে সেনাবাহিনী ও র‌্যাব-৭ এর যৌথ  দল সেখানে অভিযান পরিচালনা করলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা আসামি জুসি চাকমা (১৯), পিতা- সুনীতি বিকাশ চাকমা, সাং- হাতিয়াছড়া ০১নং লক্ষীছড়ি সদর ইউপি, ওয়ার্ড নং- ০৭, থানা- লক্ষীছড়ি, জেলা- পার্বত্য খাগড়াছড়ি'কে আটক করে। পরবর্তীতে আসামির দেখানো মতে তার চাষকৃত ০৩টি আবাদী জমিতে (মোট ৬৫ শতাংশ জমি) নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা চাষাবাদ অবস্থায় পাওয়া যায়। উক্ত ০৩টি চাষকৃত আবাদী জমি হতে আনুমানিক ০৪ হাজার এর অধিক গাঁজার গাছ জব্দ করা হয় এবং কিছু আলামত রেখে অবশিষ্ট গাঁজার গাছ ধ্বংস করা হয়। গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের নিমিত্তে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ