বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩
Online Edition

৮২ বছর পরে দেখা মিললো টকটকে লাল রঙের বিরল প্রজাতির সাপের

১ জুলাই, ইন্টারনেট: বিরল প্রজাতির ওই সাপের দেখা মিলেছে ভারতের উত্তরপ্রদেশে! রেড কোরাল কুকরি নামের ওই সাপটিকে দেশটির উত্তরপ্রদেশের লখিমপুর খেড়ির দুধওয়া ন্যাশনাল পার্কে দু’দিন আগে দেখা গেছে।

এইরকম সাপ প্রথম ১৯৩৬ সালে দুধওয়ায় দেখা গিয়েছিলো। এই সাপের বিজ্ঞানসম্মত নাম ‘ওলিগোডন খেরিয়েন্সিস’। উজ্জ্বল রঙের এই সাপ এককথায় বেশ দুর্লভ! ৮২ বছর পরে য়াবার জনসমক্ষে দেখা গেছে এই সাপটিকে। ভারতীয় বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা রমেশ পা-ের বলেন, লাল কোরাল কুকরি সাপ সম্প্রতি কিছু বছরে মোট ৪ বার দেখা গেছে। আগে এত বার দেখা যেত না।

লাল সাপের এই ছবি বনবিভাগের কর্নীরাই তুলেছেন এবং তা টুইটারে শেয়ার করেছে বন্যপ্রাণ সংরক্ষণ এবং পর্যটন সংস্থা ওয়াইল্ডলেন্স। গত রোববার এই ছবিটি শেয়ার করে ওয়াইল্ডলেন্স লিখেছে, “দুধওয়া ন্যাশনাল পার্ক বৈচিত্র্য এবং আশ্চর্যে ভরা। রেড কোরাল কুকরি সাপ একটি খুব দুর্লভ প্রজাতির সাপ। আজ সন্ধ্যায় একটি ঝুপড়ির পাশে বৃষ্টির পরে এই সাপটিকে দেখা গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ