মেহেরপুরে ট্রাফিক সচেতনতা সপ্তাহ পালিত
মেহেরপুর সংবাদদাতা, ২৭ নবেম্বর: “ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তান করুন” এ প্রতিপাদ্যে মেহরপুরে পালিত হয়েছে ট্রাফিক সচেতনতা সপ্তাহ। এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন পুলিশ সুপার এস.এম মুরাদ আলী। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, মোস্তাফিজুর রহমানসহ জেলার পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, মটর শ্রমিক নেতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।