চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল মাদরাসার পিইসি ও জেডিসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার ইবতেদায়ি শিক্ষা সমাপনি পরীক্ষা (পিইসি) ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা (জেডিসি) পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সোমবার ২৮ অক্টোবর মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে। মাদরাসা সভাপতি শওকত আলমের সভাপতিত্বে ও সুপার মাওলানা মো. আবুল কালামের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান বি.এ (অনার্স) এম.এ। এতে প্রধান আলোচক ছিলেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান। বিশেষ অতিথি ছিলেন জিয়াউল করিম জিয়া, মোস্তাফিজুর রহমান, রফিক আহম্মেদ, শাহেদ মাহামুদ রুবেল, এম. তারেকুল ইসলাম তারেক ও মাওলানা মামুনুর রশিদ নূরী। এ সময় মাদরাসার সহ-সুপার মাওলানা আশরাফুল মোস্তফা নূরীসহ শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
পরে পরীক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।