এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলন ॥ ড্রেজার ধ্বংস

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী ও জালালপুর ইউনিয়নের সীমান্তবর্তী আড়কান্দিচর এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও কিছু পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহজাদপুর ইউএনও শাহ্ মোঃ শামসুজ্জোহা এই আদালত পরিচালনা করেন। এর আগে ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর জানতে পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। ড্রেজারের মালিক বাঘাবাড়ি মহল্লার মজনু মিয়া বলে স্থানীরা জানিয়েছেন। এবিষয়ে নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ শামসুজ্জোহা জানান, যমুনার ভাঙনরোধ ও সাধারন মানুষের স্বার্থে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।