বেলকুচিতে বালু ভর্তি ট্রাক চাপায় চাল ব্যবসায়ী নিহত
বেলকুচি সংবাদদাতা : সিরাজগঞ্জের বেলকুচিতে বালু ভর্তি ট্রাক চাপায় চাউল ব্যবসায়ী আবু বক্কার (৬০) নামে একজন নিহত হয়েছে। সোমবার সকালে বেলকুচি পৌর এলাকা সূবর্ণসাড়া ব্র্যাক অফিসের সামনে বালু ভর্তি চ্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত চাউল ব্যবসায়ী আবু বক্কার চালা উত্তর পাড়া গ্রামের মৃত সেতল ব্যাপারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আবু বক্কার প্রতিদিনের ন্যায় সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এমন সময় বালু ভর্তি একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে সে চাকার সাথে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ মৃত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আমরা এ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। অস্পষ্ট নাম্বারের ঘাতক ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। ড্রাইভার হেলপার পলাতক।এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।