ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত ১৭ আগস্ট ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ, চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ কাজী শহিদুল আলম ও শোকাবহ আগস্ট সম্পর্কে আলোচনা করেন ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ, চট্টগ্রামের চক্ষু বিভাগের সম্মানিত কনসালটেন্ট ডাঃ মোহাম্মদ কামরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট লেঃ কর্ণেল ডাঃ মোঃ আব্দুর রহিম (অবঃ)। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর নিহত পরিবার বর্গের আত্মার মাগফিরাত কামনা করেন । প্রেস বিজ্ঞপ্তি।