টুকরো খবর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের অওতায় ভাতা ভোগীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাস্তবায়ন হওয়ায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান ভূইয়া। এসময় বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা সোলাইমান, ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, প্রকল্প কর্মকর্তা আবেদ আলী, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
পাঠদান
বেলকুচি (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে পরিত্যক্ত ভবনের বারান্দায় চটে বসে শিক্ষার্থীদের পড়াশোনা করতে হচ্ছে। এতে একদিকে যেমন শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে শিক্ষার্থীরা পড়াশোনায় পিচিয়ে পড়ছে। সমস্যা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সংশ্লিষ্টরা।
গোল্ডকাপ টুর্নামেন্ট
সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফতার জাহানের সভাপতিত্বে তাড়াশ ফুটবল খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা
কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে কোমরপোল ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বকুলতলা বাজারে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অভিভাবক সদস্য
দাউদকান্দি (কুমিল্লা) : তিতাস উপজেলার দুলারামপুর জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক পরিষদ ম্যানেজিং কমিটির সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪ সদস্য। তারা হলেন, মো. ডালিম মুন্সী, মো. মহসিন সরকার, মো. শফিকুল ইসলাম ও মো. শাহজাহান মুন্সী। এখানে পদাধিকার বলে সদস্য সচিব হলেন, প্রধান শিক্ষক মো. হুমায়ূণ কবির। উল্লেখ্য বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. জুনাব আলী। তিনি প্রতিষ্ঠাকালিন থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ক্রীড়া প্রতিযোগিতা
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাট জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় কালাইয়ের বৈরাগীহাট সানসাইন কিন্ডার র্গাটেন এন্ড জুনিয়র হাইস্কুলের আয়োজনে স্কুলের পরিচালক এমএসআর শাহীনের সভাপতিত্বে সম্প্রতি দিনব্যাপী এ্যাথলেটিক্্র ও গ্রামীন খেলাধুলা প্রতিযোগিতা ও র্যালী প্রদক্ষিন শেষে পুরস্কার বিতরণী সভায় স্বাগত বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ক্রীড়া অফিসের অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আবু জাফর মাহমুদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই বিএম কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ও বিশিষ্ঠ সাংবাদিক মুনছুর রহমান, মাত্রাই বিজ্ঞান ও কারিগরি কলেজের প্রভাষক এম কে রবিউল বারী। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন স্কুলের ক্রীড়া শিক্ষক মোজাফ্ফর হোসেন।