ভারতের বিশ্বকাপ দল এখন ইংল্যান্ডে
স্পোর্টস ডেস্ক : আইসিসি বিশ্বকাপে অংশ নিতে ইংল্যান্ড পৌঁছেছে ভারত দল। কোচ রবী শাস্ত্রীর নেতৃত্বে লন্ডনে অবতরণ করে পুরো ভারতীয় স্কোয়াড। বিরাট কোহলির অধিনায়কত্বে এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে ভারতকে। প্রস্তুতি ম্যাচে শনিবার নিউজিল্যান্ড ও মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের ঝালাই করবেন রোহিত-জাদবরা। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মূল লড়াই শুরু করবে এশিয়ান চ্যাম্পিয়নরা। র্যাংঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থেকে তৃতীয় শিরোপার মিশনে নামছে, ২০১১ তে ধোনির হাত ধরে চ্যাম্পিয়নের মুকুট পড়া ভারত।