ছড়া
না
হামীম রায়হান
সকাল বেলা পড়ার ঘরে
বলল এসে ময়না,
আগের মত তোমার সাথে
কেন দেখা হয় না?
বলি আমি মলিন মুখে,
বন্ধু ও রে ময়না,
বই এর চাপে পিষ্ট জীবন,
ঘুরার সময় হয় না।
মায়ের বকা খেয়ে এ মন
আর ধরে না বায়না,
বাবার পিটা খাওয়ার ভয়ে
খেলতে মাঠে যায় না।
ইচ্ছে করে
সাগর আহমেদ
আমার বড় ইচ্ছে করে
ডানা মেলে উড়তে
পাখির মতো উড়ে উড়ে
তারার দেশে ঘুরতে
চাঁদের দেশে মেঘের বেশে
ঘুরবো আমি রোজ
রঙিন পাখার নীলপরীদের
রাখবো আমি খোঁজ।
তারার দেশে ঘুরে ঘুরে
আঁকবো চাঁদের ছবি
পূব আকাশে পাখির ডাকে
উঠবে হেসে রবি।
প্রার্থনা
মোঃ জাহাঙ্গীর আলম
চকবাজারে আগুন লেগে
মরল যতো লোক,
তাদের জন্য হৃদয় থেকে
জানাই গভীর শোক!
দেখলে পরে পোড়া দেহ
জলে ভাসে চোখ,
বন্ধু,স্বজন, অস্থির দেখে
কাঁদে কত লোক!
টিভির পর্দায় খবর শুনে
কাঁদছে স্বজন একা,
আছে কত আপনজনের
মিলছে নাতো দেখা!
আসছে ধেয়ে চারিদিকে
মানুষ পোড়া ঘ্রাণ,
আল্লাহ্ তুমি রহম করে
বাঁচাও বান্দার প্রাণ।
চকবাজারে অগ্নিকা-ে
মরল বোন ও ভাই,
তাদের জন্য প্রভুর দ্বারে
উত্তম জান্নাত চাই।
শিশুর জন্য
হাসান মাহমুদ বজ্র
এসো হে শিশু এসো হে কিশোর
এসো শিক্ষার ছায়াতলে
এসো ফোটাতে ফুল ভরতে ধরার কূল
মাততে নবীন কলরোলে।
এসো হে তরুণ হে রাঙা অরুণ
এসো শিক্ষার সন্ধানে
এসো ফুল গিচায় ছড়াতে স্বর্গ সুবাস
তোমার পাঠের গুঞ্জনে।
এসো হে মানিক এসো হে রতন
জনক জননীর প্রাণ
এসো জীবনের আহ্বানে শিক্ষার জয়গানে
গাইতে বিজয় গান।
এসো হে অবুঝ হে সজিব সবুজ
এসো অজানা জানিবে
এসো শিখিবে সুর অসু করিতে দুর
এসো বিজয়ে হাসিবে।
এসো হে শিশু এসো হে কিশোর
শুনো যাও শিক্ষা সুর
এসো হে তরুণ হে রাঙা অরুণ
চলো যাই বহুদূর।
খুকি যায় স্কুলে
হাসান ফখরুল
খুকি মনি বইটি হাতে
স্কুলেতে যায়,
স্কুলেতে গিয়ে খুকি
ছড়া শিখতে চায়।
খুকি যখন ছড়া পড়ে
সবাই চেয়ে থাকে,
খুকির কাছে এসে স্যারে
আদর করে তাকে।
খুকি মনি বাড়ি ফিরে
বাবার কাছে কয়,
স্কুলেতে পড়তে যে তার
নেই তো কোন ভয়।
নিত্যদিনে খুকি যখন
স্কুলেতে যায়,
পাড়ার বহু সঙ্গী-সাথী
সাথে যেতে চায়।