জুনিয়র টেনিসে চীনের জো জিয়াওইয়ানের দ্বি-মুকুট

স্পোর্টস রিপোর্টার : ‘ওয়ালটন ৩২তম বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৮’ এর সবগুলো ইভেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ছেলেদের এককে ভারতের কুশান শাহ ৬-৪, ৭-৫ গেমে স্বদেশী আরিয়ান জাবেরীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মেয়েদের এককে চায়নার জো জিয়াওইয়ান ১-৬, ৬-৩, ৬-৩ গেমে স্বদেশী সান ইফানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালক দ্বৈতে ভারতের তেজভি মেহরা ও ইশান সেঠি জুটি ৬-৪, ৬-০ গেমে স্বদেশী উদয়ভির সিং ও ধ্রুব তানগিরি জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা দ্বৈতে চায়নার সান ইফান ও জো জিয়াওইয়ান জুটি ৬-৩, ৬-২ গেমে স্বদেশী জিজাং জিয়ং ও ইউজিয়া মা জুটিকে পরাজিত করে শিরোপা জিতে। বালিকা একক ও বালিকা দ্বৈতে উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে চীনের জো জিয়াওইয়ান দ্বি-মুকুট লাভ করেছে। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরন করে টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।