কামারখন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও’র সংবর্ধনা অনুষ্ঠান
প্রকাশিত: শুক্রবার ২১ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট সংস্করণ
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের কামারখন্দ প্রেসক্লাব, উপজেলা পাবলিক লাইব্রেরি ও যুগান্তর শিল্পী গোষ্ঠির আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানওয়ার হোসেন’র সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী’র সভাপতিত্বে বুধবার সন্ধায় উপজেলা পরিষদের পাঠকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পাবলিক লাইব্রেরীর আজীবন সদস্য দীলিপ কুমার চক্রবর্তী, জেডিপি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক গোলাম কিবরিয়া, পাবলিক লাইব্রেরীর সম্পাদক ফজলুল করিম লিটন প্রমুখ বক্তব্য রাখেন।