হাসপাতালে ভর্তি দিলিপ কুমার

সংগ্রাম অনলাইন ডেস্ক:
ভারতীয় 'সিনেমার ট্রাজেডি কিং' খ্যাত দিলিপ কুমার বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।খবর ইন্ডিয়ান এক্সপ্রেস'র।
খবরে বলা হয়, দিলিপ কুমার বুকে ইনফেকশন জনিত অসুস্থতার কারণে গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছেন।তাঁর অফিসিয়াল টুইটার পেইজে এই খবর নিশ্চিত করা হয়েছে।তবে এখন তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।
দিলিপ কুমার ১৯৯৮ সালে সিনেমা জগৎ থেকে অবসর গ্রহণ করেন। তাঁর অভিনীত সর্বশেষ সিনেমার নাম ছিল 'কিলা'।প্রধানত স্বাস্থ্যের অবনতির কারণেই গত কয়েক বছর যাবৎ তাঁকে খুভ কমই জনসম্মুখে দেখা গেছে।
পেশোয়ারে জন্মগ্রহণকারী দিলিপ হিন্দি সিনেমার ''ট্রাজেডি কিং'' হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।তিনি ছিলেন ভারতীয় সিনেমার প্রথম দিকের অন্যতম সুপারস্টার।'নয়া দুয়ার', 'মোঘল ই আযম', 'দেবদাস', 'আন্দাজ', 'বিধাতা', 'শক্তি', 'কর্ম' সহ আরো অনেক ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি খ্যাতির চূড়ায় আরোহন করেছিলেন।
ভারতীয় সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য তিনি ১৯৯৫ সালে ''পদ্মবিভূষণ'' রাষ্ট্রীয় পুরুষ্কার লাভ করেন।