দৌলতপুরে বজ্রপাতে ১ জনের মৃত্যু
প্রকাশিত: বৃহস্পতিবার ০৫ জুলাই ২০১৮ | প্রিন্ট সংস্করণ
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে শহিদুল ইসলাম (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া পালপাড়া গ্রামে নিজ ধানক্ষেতে কাজ করা অবস্থায় বজ্রপাত ঘটে তার মৃত্যু হয়। সে একই গ্রামের মৃত মারফত আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কৃষক শহিদুল ইসলাম নিজ বাড়ির পিছনে ধানক্ষেতে কাজ করা অবস্থায় তার ওপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন বজ্রপাতে কৃষক শহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।