ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ গত রোববার দাউদকান্দি ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন করেছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম। অধ্যক্ষ মো. আবদুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষক ও শিক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক পরামর্শ দিয়ে বলেন, ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়নে সকলকে সমন্বিত প্রয়াশে এগিয়ে যেতে হবে। এর আগে শিক্ষার্থীরা প্রধান অতিথিকে স্বাগত জানান এবং অধ্যক্ষ মো. আবদুর রহমান তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবর্গ, কলেজ গভর্নিং বডির সদস্যসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।