মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩
Online Edition

উজবেকিস্তানের বিরুদ্ধে উরুগুয়ের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে সহজেই উজবেকিস্তানকে হারিয়েছে উরুগুয়ে। ঘরের মাঠে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে হওয়া ম্যাচটিতে ৩-০ গোলের জয় পায় অস্কার তাবারেসের দল। ৩১তম মিনিটে লুইস সুয়ারেসের পাস থেকে দলকে এগিয়ে নেন গিওর্গিয়ান দে আরাসকায়েতা। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেস। আন্তর্জাতিক ফুটবলে ৯৮ ম্যাচে এটি বার্সেলোনা তারকার ৫১তম গোল। ৭২তম মিনিটে কর্নার থেকে হেড করে দলের জয় নিশ্চিত করেন আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেস। ৮১তম মিনিটে ডিফেন্ডার কোমিলভ সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় উজবেকিস্তান। ১৫ জুন মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে উরুগুয়ের বিশ্বকাপ যাত্রা। ‘এ’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ সৌদি আরব ও স্বাগতিক রাশিয়া।

অনলাইন আপডেট

আর্কাইভ