ভারতে মুসলিমবিরোধী ষড়যন্ত্র বিশ্বমুসলিম রুখে দাঁড়াবে -খেলাফত আন্দোলন
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা বিক্রম সাইনির বক্তব্য “ভারত শুধু হিন্দুদের দেশ, যারা হিন্দু ধর্ম অনুসরণ করছেন ভারত শুধু তাদের, মুসলমানদের কারণে হিন্দুরা নানা রকম সমস্যায় পড়ছে” “হিন্দুস্থান নাম থেকেই বুঝা যায় দেশটির মলিক হিন্দুরা” এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাফেজ্জী হুজুর রহ. মিডিয়া সেন্টারের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন । তিনি বলেন, বিজিবি নেতার এসব উসকানিমূলক বক্তব্য দুনিয়া জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা ও অশান্তি সৃষ্টি করবে। বিজেপি নেতার বক্তব্য প্রমাণ করে সে ইতিহাস সম্পর্কে অজ্ঞ। কেননা মুসলমানরাই ১ হাজার বছর ভারত শাসন করেছে এবং মুসলমানরাই ইংরেজদের বিরুদ্ধে ভারত স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। সে মুসলমানরা ভারতের নাগরিক না এমন কথা পাগলের প্রলাপ এবং ভারত সংবিধানবিরোধী। ভারতের মুসলমানদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বিশ্বমুসলিম রুখে দাঁড়াবে। গতকাল শুক্রবার কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো ভারতের আসাম রাজ্যে ষড়যন্ত্রমূলক ১ কোটি ৯০ লাখ নাগরিকের তালিকা প্রকাশ মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে এ সকল ষড়যন্ত্রের উচিত জবাব দিবে ইনশাআল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।