এবার ইনজুরিতে খেলতে পারবেন না নেইমার
স্পোর্টস ডেস্ক : নিসের বিপক্ষে লিগের আগের ম্যাচ খেলতে পারেননি নিষিদ্ধ থাকায়। নেইমার পস্তুুতি নিচ্ছিলেন তাই অঁজির বিপক্ষে ম্যাচ দিয়ে ফরাসি লিগ ওয়ানে ফেরার। কিন্তু হলো না, ফেরার সময়টা আরও লম্বা হয়ে গেল তার। এবার ছিটকে গেছেন তিনি ইনজুরিতে। বাঁ পায়ের ঊরুতে চোট পাওয়ায় আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগের ম্যাচে ব্রাজিলিয়ান তারকাকে দলে রাখেননি প্যারিস সেন্ট জার্মেই কোচ উনাই এমেরি। অ্যান্ডারলেখটের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে পিএসজি জয় পেয়েছে ৫-০ গোলে। গোলোৎসবের ওই ম্যাচে লক্ষ্যভেদও করেছিলেন নেইমার। ইএসপিএনএফসি।