দেলদুয়ারে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃত্যু
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা : গতকাল মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ারের ডুবাইল নামক স্থানে এক প্রইভেটকারের ধাক্কায় আইরিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি উপজেলার কুমুল্লী গ্রামের আইয়ুব আলীর ছেলে। স্থানীয়রা জানান, আইরিন তার নানির হাত ধরে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ তার নানির হাত ছেড়ে দিয়ে সে একা রাস্তা পাড়ি দেওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দেলদুয়ার থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।