মান্দায় বর্ন্যাতদের মাঝে জেলা পুলিশ সুপারের ত্রাণ সামগ্রী বিতরণ
মান্দা (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মান্দায় জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে উপজেলার বন্যা দুর্গত কালিকাপুর, বিষ্ণুপুর ও নুরুল্যাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত থেকে ত্রাণ সহায়তা প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, সহকারী পুলিশ সুপার মান্দা-মহাদেবপুর সার্কেল হাফিজুল ইসলাম, মান্দা থানার পরিদর্শক আনিছুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। বন্যা দূর্গত প্রায় ৫০০ পরিবারের মধ্যে শুকনো খাবার চিড়া, গুড়, ঔষধসহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।