বুধবার ২৫ মে ২০২২
Online Edition

অসহায় মানুষের পাশে দাঁড়ানো অনেক কল্যাণের কাজ -সাবিহা নাহার এম.পি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালস্থ হাসপাতাল সমাজসেবা কার্যালয়াধীন রোগী কল্যাণ সমিতি কর্তৃক গত সোমবার হাসপাতালস্থ সভাকক্ষে আয়োজিত মাহে রমযান ও আর্ত মানবতার সেবায় যাকাত ও দানের ফজিলত বিষয়ক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগীকল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য সাবিহা নাহার এম.পি প্রধান অতিথি এবং বায়তুশ শরফের পীর ছাহেব কেবলা বাহ্রুল উলুম হযরত আলহাজ¦ মাওলানা শাহ্ মোহাম্মদ কুতুব উদ্দিন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে প্রফেসর ডাঃ এল এ কাদেরী,  অধ্যক্ষ প্রফেসর সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর,  বি.এম.এ. সভাপতি ডাঃ মুজিবুল হক খাঁন,  সাধারণ সম্পাদক ডাঃ ফয়সাল ইকবাল,  শিল্পপতি এম এ মোতালেব,  চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বন্দনা দাশ,  মানষিক প্রতিবন্ধি শিশুদের প্রতিষ্ঠান,  সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের অধ্যক্ষ (উপ-পরিচালক) মোহাম্মদ শহিদুল ইসলাম,  চট্টগ্রাম লেডিস ক্লাবের সভানেত্রী বেগম জিনাত আজম,  ক্রীড়া সংগঠক দিদারুল ইসলাম,  ডাক্তার তৈয়ব সিকদার,  জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন,  হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা,  মোহাম্মদ জাহাঙ্গীর মোস্তফা,  আলহাজ¦ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ,  ডাঃ এম এ মন্নান, আলহাজ¦ বোরহানা কবির,  আলহাজ¦ মাহমুদুল হাসান,  আলহাজ¦ মুজিবুল হক সিদ্দিকী (বাচ্চু),  জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার, আলহাজ¦ কামাল উদ্দিন, আলহাজ মাওলানা ছলাহ উদ্দিন মোহাম্মদ বেলাল, সমাজসেবা অফিসার ফাহমিদা আক্তার চৌধুরী প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সাবিহা নাহার বেগম এম.পি বলেন- সমাজের অনেক অবহেলিত মানুষ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এদের অবস্থা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। এই অসহায় ও দুঃস্থ মানুষগুলোর পাশে দাঁড়ানো অনেক কল্যাণের কাজ। তিনি বলেন সমাজের ধনাঢ্য ব্যক্তিরা যদি এগিয়ে আসেন তাহলে এ সমস্যার সামাধান অবশ্যই সম্ভব। তিনি সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রধান আলোচক বায়তুশ শরফের পীর ছাহেব কেবলা বাহ্রুল উলুম আল্লামা শাহ্ মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন- মাহে রমযান মানব জাতির জন্য এক মহা নেয়ামত। মাহে রমযানের মাধ্যমে মানুষ দুঃস্থ অবহেলিত ও গরীব জনগোষ্ঠীর জীবন যাপন সম্পর্কে অনুধাবন করার সুযোগ পায়। তিনি মানবতার কল্যাণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে অবস্থিত রোগী কল্যাণ সমিতির যাকাত ও দান তহবিলে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান। সভাপতির ভাষণে রোগী কল্যাণ সমিতির সভাপতি ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জালাল উদ্দিন বলেন- রোগী কল্যাণ সমিতির কাজ এবাদত সমতুল্য। তিনি রোগীকল্যাণ সমিতির জন্য ১০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা কথা জানিয়ে এই সমিতির কার্যক্রমে জাতি,  ধর্ম,  বর্ণ নির্বিশেষে বিত্তবান সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ