বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদের কেন্দ্রীয় সম্মেলন
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ রেলওয়ের কারিগর পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মেলন-২০১৭ পাহাড়তলীস্থ এসএম হক মিলনায়তনে (শাহীর কমিউনিটি সেন্টারে) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় সংগঠনের কার্যালয়ের সম্মুখে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেলওয়ের কারিগর পরিষদ সাধারণ সম্পাদক নুরুল হুদা। জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন শাখা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালী পাহাড়তলী কারখানা ডিআরএম অফিসসহ রেলওয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে শেষ হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি হবিবর রহমান (হাবিব) এর সভাপতিত্বে ও কারখানা শাখার সভাপতি সুনন্দ সিনহা’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা বলেন বর্তমান সময়ে রেলওয়েকে আরও গতিশীল করার লক্ষ্যে রেল মন্ত্রণালয় গঠন, রেল লাইন সম্প্রসারণ, রেল বগি সংযোগ এবং বাংলাদেশের সাথে কলকাতার রেলসংযোগ পুনরায় চালু করে রেলওয়েকে আধুনিকায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসনীয় উদ্যোগ সফল হওয়ায় রেলওয়ের প্রতিটি কর্মকর্তা কর্মচারী গর্বিত।