চারঘাটে মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফির দিকে ঝুঁকছে স্কুল শিক্ষার্থীরা
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর চারঘাট উপজেলা এলাকায় মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফির দিকে ঝুঁকছে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা। এতে নৈতিক অবক্ষয়ের প্রবল আশঙ্কায় উদ্বিগ্ন অভিভাবকরা।
বর্তমান সময়ে মোবাইলের বহুল ব্যবহার লক্ষ্যনীয়। সবার কাছে মোবাইল ফোন থাকা যেন সাধারণ ব্যাপার। মোবাইলের ব্যবহারে পিছিয়ে নেই স্কুল পড়–য়া শিক্ষার্থীরা । আর এই মোবাইল ব্যবহারের মাধ্যমে তারা মেতে উঠেছে পর্নোগ্রাফি দেখায়। তাদের কাছে পর্নোগ্রফি মানে আধুনিকতা। সরজমিনে দেখা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন কম্পিউটারের দোকান, ইন্টারনেট থেকে এসকল পর্নোভিডিও ডাউনলোড করে খুব সহজেই দেখছে স্কুল পড়–য়া শিক্ষার্থীরা। অথচ চারঘাট উপজেলায় প্রশাসন এ পর্যন্ত কোন প্রকার অভিযান পরিচালনা করেনি কম্পিউটার দোকান ব্যবসায়ীদের বিরুদ্ধে।
দেশে বেসরকারি এক জরিপে দেখা যায়, ৮২ শতাংশ ছাত্র-ছাত্রী সুযোগ পেলেই পর্নো ছবি দেখে। এদের মধ্যে ক্লাসে বসেই পর্নো ছবি দেখে ৬২শতাংশ শিক্ষার্থী । এক শিক্ষা অধ্যাদেশে বলা হয় কোন স্কুল পড়–য়া শিক্ষার্থী স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এমন প্রশ্নের জবাব জানতে চাওয়া হলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক এমন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষার্থীরা শিক্ষক তথা বিদ্যালয়ের কর্তৃপক্ষের নজর এড়িয়ে মোবাইল ব্যবহার করে।