হাফেজ হায়দার হোসেনের ইন্তিকালে জামায়াতের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মোঃ হায়দার হোসেন ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে গত রোববার রাত ৩:৩০ টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। নামাযে জানাযা শেষে মরহুমকে সবুল্লা সিকদারের ডাঙ্গি গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী: হাফেজ মোঃ হায়দার হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ গতকাল সোমবার শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালা তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।