নাজিরপুরে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের নাজিরপুরে পল্লী-বিদ্যুৎ লোডশেডিংয়ের ফলে উপজেলার ৪ লক্ষ মানুষের জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। জানা গেছে, উপজেলার ২৩ হাজার ৬শত ২৪ জন বিদ্যুৎ গ্রাহক রয়েছে। বেশীরভাগ সময় ধরে বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পরেছে অর্ধ শতাধিক ছোট খাট শিল্প কারখানা, বিঘ্ন ঘটেছে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, স্বাভাবিক জীবনযাত্রায় বিঘœতা, ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া করায় বিদ্যুৎচালিত অসংখ্য যন্ত্রপাতি বিকল হয়ে পড়েছে। যেমনিভাবে ব্যবহারকৃত কম্পিউটার, ফ্রিজ, টেলিভিশন, ফ্যান ও বাল্ব নষ্ট হয়ে যাচ্ছে। যার দরুন অসংখ্য গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আতিয়ার রহমান চৌধুরী বলেন, নাজিরপুরে বিদ্যুতের সমস্যাটি মরণব্যাধিতে পরিণত হয়েছে। তাই মাননীয় প্রধান মন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নাজিরপুরের ৪ লক্ষ জনগণের জীবনের বিপর্যস্ত থেকে পরিত্রাণ দিতে সুদৃষ্টি কামনা করছি। এই দাবী নাজিরপুরের সর্বস্তরের জনগনের প্রানের দাবীতে পরিণত হয়েছে। এ ব্যাপারে নাজিরপুর পল্লী বিদ্যুতের এজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের পল্লী বিদ্যুৎ লাইনের কাজ চলিতেছে বিধায় গ্রাহকদের সমস্যায় পরতে হচ্ছে, স্বল্প সময়ে সমস্যার সমাধান হয়ে যাবে।