কুরআনের সমাজ প্রতিষ্ঠার দাওয়াতই আল্লামা সাঈদীর অপরাধ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিসটেন্ট সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন, জামায়াতের নায়েবে আমীর, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কুরআনের সমাজ প্রতিষ্ঠার দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার অপরাধে আজ অপরাধী হচ্ছেন। আল্লামা সাঈদীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ১৯৭১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করেনি। তিনি যখন কুরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার আহবান জানালেন এবং নিজে ময়দানে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হলেন তখনই তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকার আল্লামা সাঈদীর বিরুদ্ধে এই শাস্তি প্রদান করছেন। তিনি অবিলম্বে আল্লামা সাঈদীর নি:শর্ত মুক্তির দাবি জানান।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর আতুরারডিপো এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, জামায়াত নেতা জাকির হোসেন, মুহাম্মদ সোলায়মান চৌধুরী, আবু জাওয়াদ, আহমদ খালেদুল আনোয়ার, মাহবুবুল হাসান, ছাত্রনেতা আনোয়ার হোসেন প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামজারবাগ এসে শেষ হয়।